অচেনা || হীরক বন্দ্যোপাধ্যায়
বড়ো বেশি অচেনা তিনভাগ জল
এক ভাগ স্হল ,দেখা হলো
সামান্য ফুলের স্পর্শে ছুটে যায় জ্বলন্ত মোমবাতি ,
আজ শুধু নি:শ্ব বাতাস ডাকে
রঞ্জন ,রঞ্জন…
রাজমহিষীরা ক্ষোভ ভুলে সমবেত
ঘুমন্ত শরীরের সঙ্গে জীবনের নানা খেলা
শেষ বিউগল…এই না হলে একক
নদীর পরে নদীতেই মিশে যেত
কিন্তু সে তো গত জন্মের কথা
এই জন্মে বন্ধ চোখের পাতা
পাতার পোশাক গালের উপর পড়েছে এসে তবু
নি :শ্বাস ভালবেসে ,ঝলসানো সেই দেহ
কীভাবে মর্গে মেশে …জানা যেত …
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post