নীলাঞ্জন কুমার এসময়ের অন্যতম উল্লেখযোগ্য কবি ও লিটল ম্যাগাজিন আন্দোলনের সৈনিক। সম্পূর্ণ ব্যবসায়ীক ধারার বাইরে অনালোচিত শক্তিমান কবি ব্যক্তিত্বদের কবিতা, পাঠকের সঙ্গে পরিচয় করিয়ে দেবার মহান দায়িত্ব তিনি তুলে নিয়েছেন। কবিতা ছাড়াও তার স্বচ্ছন্দ গতি প্রবন্ধ, ছড়া, গীত রচনা ও সুরারোপে। ১৯৯৮ থেকে তিনি সম্পাদনা করে আসছেন নিয়মিত মাসিক ও কবিতা প্রেমের কাছে এক বিশিষ্ট লিটিল ম্যাগাজিন উন্মুখ।
কবিতা প্রাণ এই মানুষটির জন্ম ১৯৫৯ সালের ১০ ই জানুয়ারি অধুনা পূর্ব মেদিনীপুরের তমলুকে। তারপর মেদিনীপুর শহরে ও গরবেতা শৈশব পরে আবার মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীতে পড়া শুরু মেদিনীপুর কলেজে স্নাতক বর্তমানে কলকাতায় সরকারি চাকরিরত ও স্থায়ী বসবাস।
কবির গ্রন্থ সংখ্যা ১৩ তার মধ্যে ১১ টি কবিতার। তাছাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথামৃত পাঠ ও ব্যাখ্যার উপর একটি ভিসিডি তার প্রকাশিত হয়েছে । পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্বর্ধণা। পুরুলিয়ার রঘুনাথপুরে মানভূম লোক সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে ২০০৮ সালে তাকে 'কবিতা পথিক' উপাধিতে ভূষিত করা হয় ।
কবিতা গ্রন্থগুলি হল - আছে চাবিকাঠি(১৯৮২), ভাত-কাপড়ের কবিতা ২য় সংস্করণ(১৯৮৭) ভেসে বেড়াই উড়ে বেড়াই(১৯৯৭), আশ্চর্য জড়িয়ে যাচ্ছি(২০০০), ১২২ টি স্বপ্ন ভুলে যেতে চাই(২০০২), রোদ-বৃষ্টির ধারাবিবরণী(২০০২), পদ্মা গঙ্গার কবিতা(যৌথ)(২০০৩), বাজা খোল দশকোশিতে(২০০৭), এস সর্বনাশ ডাকি(২০০৯), ঘোড়া সমুদ্র অ্যাপেল সিরিজ(২০১০), পরিবর্তন পর্ব(২০১১) । প্রবন্ধ - কবি ঈশ্বর ত্রিপাঠী - ভালোবাসার সঙ্গে যার একমাত্র বন্ধুত্ব । ছড়া - ছড়াই ছড়া(২০০৯) । ভিসিডি - শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা (২০০৯) ।
সম্পাদক - নির্বাচিত উন্মুখ ।
Discussion about this post