আমার মল্লিকা বনে-১৯ || কিশলয় গুপ্ত
সময় মানি এবং জানি পায়ের দিকে চোখ
কালের কাছে দাবী ধ্যানের ভাবানুবাদ হোক
দুই পা জানে পথের গানে মাটির বুকে বিষ
কবে থেকেই ধূলোর উপর পেতে দিই কুর্নিশ
সবুজ দেখি ছবি আঁকি হাতের উপর ঝড়
নন্দ ঘোষে পাথর ঘসে বানায় তেপান্তর
শাখামৃগ গাছের ডালে ঝুলিয়ে রাখে লেজ
তবু রোদের তাড়ায় ভিন্ন পাড়া দেখায় বড় তেজ
প্রনাম সারি অহংকারী মনকে বলি বস
কোন বুকে কে ইতিহাসে নামিয়েছিল ধ্বস
যতন করি রতন আমার এমনি গানের সুর
প্রানের কাছে হাসছে এখন বসন্ত রোদ্দুর
ছুটছি পথে মনের রথে অনন্ত গান আয়
চেয়ে দ্যাখ সূর্য ঢলে পশ্চিমে দিনটা চলে যায়
তবু এই বুকটা জানে স্বপ্নগুলো এখনও গনগন
করতল জুড়ে হাসে সে- মল্লিকা বন
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post