আমার মল্লিকা বনে ২৫ || কিশলয় গুপ্ত
সে সময় অপেক্ষাতে পর্ণমোচী মন উচাটন
এ সময় সবুজ বড় যোগ্যতর মল্লিকা বন
সে কালে রোজ সকালে কান ফিসফিস কী গুঞ্জন
এ কালে চোখ খোয়ালে দেয় কুর্নিশ মল্লিকা বন
সে সময় এক বিস্ময় আর বিষ হয় নাচন বাঁচন
এ সময় দেয় পরিচয় জলের কাছে মল্লিকা বন
সে ছিল ঘোর আঁধারে করতলে পরিবর্তন
আজও তাই পাখপাখালি বাসায় বাঁচে মল্লিকা বন
সে কালে গাছের ডালে কালীদাসী ছন্দ গঠন
এ কালে হাতের তালে সুর খুঁজে পায় মল্লিকা বন
সে সময় রাস্তা ছিল- খাস্তা ছিল মন দর্পন
এ সময় আস্থা নিয়ে রাস্তা চলে মল্লিকা বন
সে কালে জুজুর ভয়ে বন্ধ ছিল সব ধড়কন
এ কালে একুশ সালে বীরাঙ্গনা মল্লিকা বন
এই যে সেকাল একাল সময় মেনে আমার চলন
তাই তো সব ভাটিয়াল প্রেমিক মানে মল্লিকা বন
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post