আর যাবো না || চঞ্চল দুবে
হাঁটতে হাঁটতে নদীর ধারে
পৌঁছে পড়ি আতান্তরে,
দুটি ঘাটের মড়া দেখি খাটের উপর বসে
তর্ক করছে উঁচিয়ে গলা
হচ্ছে না তো সে ফয়সালা
সুখ কি কেবল নিজের? নাকি পরকে ভালোবেসে?
একজন বলে- ‘আপন আপন
করা উচিৎ সুখটি যাপন’
অন্যজনে বলে- ‘এ কথা মস্ত বড় ভুল।’
আমি তাদের তর্ক শুনে
পালিয়ে যাচ্ছি প্রমাদ গুনে
ঠিক তখনই ডাকলো, ভয়ে দাঁড়িয়ে গেল চুল।
বললো- ‘তোমার লোমশ কান
দেখেই বুঝেছি বুদ্ধিমান
বলতো দেখি কোনটা ভুল আর কোনটা সত্য বটে।’
আমি বললাম- ‘দেখুন দাদা
বাবা বলেন মস্ত গাধা
আমার নাকি কোনো রকম বুদ্ধিই নেই ঘটে —
তবুও যেটা বুঝতে পারি,
যখন কারো ভালো করি
তার খুশিতে আমার মনেও খুব আনন্দ হয়।’
একজন বলে- ‘ওটাই সুখ’
অন্যজনে বেঁকিয়ে মুখ
বললো- ‘ধুর, গো পুত্তুর, এ ফয়সালা তোমার কম্ম নয়।’
এবার আমি ছুট লাগাই
বার দুই তিন আছাড় খাই
গ্রামের লোককে জানিয়ে দিই সব।
ওরা বলে- ‘ধুর পাগল
তুই একটা রামছগল
এমন কান্ড ঘটাই অসম্ভব —
বুড়ো দুটো সেই মরেছে কবে
আগামী কাল দু-মাস হবে
গল্প বলছিস বানিয়ে যেমন খুশি ?’
শুনে মা বললো- ‘ওম শিবায়,
আজ সন্ধ্যায় নদীতে যায় !
জানিস না আজ ভূত চতুর্দশী !
শি ল্প জ গ ৎ
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post