এসো শিখি || মৃন্ময় মাজী
মাউস কই
ক্লিক কর
সাইট খোল।
কোন পেজ
নেক্সট কর
এগিয়ে চল।
কী বোর্ড
তার কই
ব্লুটুথ।
লেখ দেখি
ফটা ফট
নোটপেড।
মাথা কই
ওই দেখ
সিপিউ।
সব কাজ
ওই করে
ব্রেনি ছেলে।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post