ও মাঝিরে || কিশলয় গুপ্ত
ও মাঝিরে- জল মেপে নে, কেমন গভীর
সাঁকো মায়ায় বুক কাঁপছে ক্লান্ত কবি’র
ও মাঝিরে- ঢেউ দেখে নে,বৈঠা ফেলে
জাল ফেলবে বলেছিল চালাক জেলে
ও মাঝিরে- তল দেখে নে, নৌকা ফুটো
চুনোপুঁটি ঢুকতে পারে একটা দুটো
ও মাঝিরে- দাঁড়টা হাতের কি পালতু
ভুগবো আমি আজকে আর কাল তুই
ও মাঝিরে- কার কারণে কী খোয়ালী
পাড়ের মায়া জন্ম দিচ্ছে ভাটিয়ালী
ও মাঝিরে- নামতে হবে গভীর জলে
শ্বাসের কথা ভুলে কোন অতল তলে
ও মাঝিরে- কীসের আশায় রাত্রি জাগা
মার বৈঠা, দাঁড়টাকে টান,ফসল লাগা
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post