খুঁজি তোমায় || রঞ্জনা রায়
এক অন্তহীন ঝড়ের রাতে নিঃসঙ্গতায়
আকাশে তারাদের নিরব গুহায়
অন্ধকারের নিশ্চুপ শান্তিমন্দিরে
দুর্দম আঘাতের শাণিত চূড়ায় –
খুঁজি তোমায়।
আমার শরীরের নির্জনতার অন্তঃপুরে
বৈরাগী হাওয়ায় নীল নবঘন শ্যামের শ্যামল মহিমায়
নিশুতি রঙে সাজানো বৃষ্টি প্রজাপতির স্নিগ্ধ ডানায়
খুঁজি তোমায়
এসো, মুহূর্তের সুন্দর।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post