খোকার হাসি || মৃন্ময় মাজী
জাগল খোকা নয়ন মেলে
সরিয়ে দিয়ে আঁধার কাল রাত ।
মুখের উপর আবছা ঘুমের ঘোর
কাটলে পরে করবে পাড়া মাত।
ছড়িয়ে দিয়ে, দু’পা , দুটি হাত
মন ভোলানো চোখের ঈশারা।
কথা ফোটেনি আলতো দুটি ঠোঁটে,
ওই মুখেতেই হাসির ফোয়ারা।
ভোরের আলো মুখের উপর পড়ে
লাল হয়েছে নরম দুটি গাল।
উদার হাওয়া দু’পাশ থেকে ঘিরে
খুকুর উপর ছড়ায় স্নেহের জাল।
তাদের সাথে হরেক রকম চাওয়া
মত্ত হয়ে খেলে ভোরের বেলা।
মায়ের আদর মাথার উপর পেলে,
ছড়িয়ে যায় খুশীর পৌষ মেলা।
মুখ ফিরিয়ে মায়ের চোখে চোখ
এগিয়ে গেল মিষ্টি দুটো হাত।
মায়ের কোলের আদর জানে খুকু
ছাড়বেনা সে মায়ের স্নেহের সাথ।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post