চলো বিদ্যালয়ে যাই || বিপ্লব গোস্বামী
আয়রে সখা আয়রে সখী
বিদ্যালয়ে যাই,
সেথা পড়ি-লিখি,হাসি,খেলি
বড় মজা ভাই।
নিয়ম মাপিক পড়াশোনা
নিয়ম মাপিক খেলা,
গুরু মশাইর আদর-স্নেহে
কাটে সারা বেলা।
পড়ার সময় আদর করেন
দুষ্টামিতে ধমক,
বকাটে সব বড্ড পাজী
সরাক্ষণ বকবক।
আয়রে সখা আয়রে সখী
বিদ্যালয়ে যাই,
যেথা সত্য,নিষ্ঠা,সহিষ্ণুতার
সদা শিক্ষা পাই।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post