ছৌনাচ || মৃন্ময় মাজী
খবর পেলাম গ্রামের মাথায়
ছৌ হবে আজ রাতে।
দল বেঁধে সব দেখতে যাব
বাদ পোড়না তাতে।
জলদি গিয়ে সামনে বসে
দেখব ধুলো মেখে,
রাক্ষসেরা ডিগবাজি খায়
শুনি লোকের থেকে।
অনেক দিনের ইচ্ছে জানার
ছৌ আসরে থেকে।
কেমন করে মুখোশ ফাঁকে
চোখ দিয়ে সব দেখে ?
ধামসা মাদল উঠল বেজে
মাঠ ভর্তি লোক।
সামনে বসে মুখোশ দেখে
গিলছি শুধু ঢোক।
লাল মুখো সব রাক্ষসেরা
হুমড়ি খেয়ে পড়ে।
কেউবা দেখি নাচের ফাঁকে
ল্যাম্প পোস্টে চড়ে।
ভয় পেয়েতো শক্ত করে
ধরি বাবার হাত।
সাহস খানা ফুরিয়ে গেল
হোলাম কুপোকাত।
বাবা বলে ভয় কেন রে
ধামসা মাদল আছে।
মুখোশ পরা শিল্পী সবাই
বিখ্যাত ছৌনাচে।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post