🍁 ট্রেনের কামরা 🍁
🌾 চিন্ময় বাউরী 🌾 শিল্পজগৎ 🌾
বাইকযাত্রাতে অনেক সুবিধা হলেও শুধুমাত্র “তার” সাথে যাবার জন্য প্রতিদিন সে ট্রেনে উঠতো।
পাশাপাশি, হাতেহাত রেখে জানালার পাশে বসে প্রেমিকার খুনসুঁটি ও অলীকউবাচে প্রায়ই চোখ হারাতো।
ট্রেনের কামরার হাজারো ভীড়ের মাঝে উঁকি দিয়েছিল তাদের “ভালোবাসা”।
– এই যে দাদা, একটু চেপে বসুন না!
সহযাত্রীর ডাকে সম্বিত ফিরল তার। তিন বছর আগের ফেলে আসা স্মৃতিগুলো এক নিমেষে কঠোর বাস্তবতাই মিশে গেল, তার সেই প্রেমিকা যে এখন অন্য কারোর স্ত্রী!!
পড়ে রইল সেই ট্রেনের কামরা, ভীড়ের কোলাহল আর কিছু মিথ্যে প্রতিশ্রুতি।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post