দুটি কবিতা || হীরক বন্দ্যোপাধ্যায়
অগ্নিধর্ম
অগ্নিধর্ম বড়ো ধর্ম তার পর কাম
তারপর ক্রোধ ,লোভ আরো পরে
কত মূর্খের সঙ্গমে জন্ম নেয় মোক্ষ
ক্ষিতি অফ তেজ
পুত্রার্থে জাগ্রত শিশ্ন জাতপাতের উর্ধ্বে
কে পিতা কে পুত্র
কে ই বা ভগিনী রমণী
সব সুদ্ধ ভেসে যায় পদ্মপত্রে জল বিন্দু সমান
মাঝখানে নিয়তি মাঝখানে পিন ড্রপ সাইলেন্স
পুজো পড়ছে নিজের পায়েই ঘটন অঘটন
ডুবছে ভাসছে সৌরজগত
অগ্নিধর্ম বড়ো ধর্ম তারপর
কাম,ক্রোধ লোভ আরো পরে …
ভেবেছি
ভেবেছি কাছে যাবো ,আরো কাছে ,ভেবেছি
চেয়ে নেব ক্ষমা
একে একে ভাসিয়ে দেবো যত ভুল
যত ক্ষোভ, কখনো ডাঙা ভেবে
কখনো তীর ভেবে
কখনো সংযোগ ভেবে ক্রোধ কখনো অতল
ভেবে ভালবাসা যমুনা গঙ্গা সব
দেখতে দেখতে সব গোলমাল
নিটোল বর্ষণে ভেসে যাবে ভাবিনি কখনো
একেবারে তবে বুদ্বুদের মতো মিলিয়ে যায়
সবকিছু, কবে কতদিন আগে…
শাখ বেজে উঠল ,সীতাহার কোথায় লুকালো
? কেমন সে সিথি ?কেমন সে কনকচূড় ?
স্রোতের মুখোমুখি এসে দুটি
ঢেউ বারান্দা ,নাকি বসবার ঘর …
ছুটে যায় এক বস্ত্রে আর কত গজে এক মাইল…
মৃত চর আসলে একটুকরো ফেনা
আমি কি জল দেবো তবে, শিকড়ে এখনো …
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post