পরিযায়ী || দেবাশিস সরখেল
মত্ত দাদুরীর এই ছলনা ধরতে পারে নি পরিযায়ী পরিতোষ।
সে রীতিমতো বিবাহ-বিভ্রাটে।
বিয়ের পর সেই যে দ্বিরাগমনে গেল, আর ফেরার নাম নেই।
ফোনে বলে, তুই মদ খাস। রোজগার কম, শেকড় বাকড়হীন পরিযায়ী শ্রমিক। তোর শরীরে তুফান নেই, কেমন দড়ি দড়ি ভাল্লাগে না।
পরিতোষ জানতে পারে ধনী লালসাহেবের পরিকল্পনা মাফিক তার বিয়ে। সে পরিচারিকা, কত্তার ছেলের সাথে ইন্টু-সিন্টু।
পরিতোষ ফোনে বলে, বাস্তবে তো তুই রক্ষিতা। লালসাহেবের বউ আছে। তোর সন্মানে লাগে না ?
দাদূরী বধূ নির্যাতন, অ্যাটেমড্ টু মার্ডারের ভয় দেখায়।
ফোনে যোগাযোগ রাখলে এবং তন করলে সে কেস ঠুকতে বাধ্য হবে।
বলে, সন্মান ধুয়ে আমি জল খাই না। মেমসাব নাম কা ওয়াস্তে। অ চরে বেড়ায়। লালসাহেবের কাছের মানুষ আমি। গাড়ী, বাড়ি, ফরেন ট্যুর, এসি। সমাজের দিকে আমি ডজন-ডজন কাঁচকলা ছুঁড়ে মারি।
মুমাসির পরিতোষ আঁখিজল মোছে। ফিরে যায়। দাদুরী অভিযোগ তুললে কল্যাণকামী রাষ্ট্রের কোনো স্তম্ভের সমর্থন সে পাবে না।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post