ফরিয়াদ || বিপ্লব গোস্বামী
নাইবা পেলো আমার লেখায়
কবিতার সম্মান !
নাইবা হলাম সম্মানিত,পুরস্কৃত
নাইবা পেলাম কবি সভায় স্থান।
তবু আমি লিখে যাবো সদা
মোদের কথা….
যারা হই প্রতি পদে পদে
অবহেলিত,নির্যাতিত আর অপমান।
মোরা সর্বংসহা মৌন প্রজা
মোরা ইচ্ছা ,অনিচ্ছায়,
সুখে-দুখে, মানে-অপমানে
সদা গাই মহারাজের জয় গান।
মোদের অন্তর বেদনা অন্তর তলে
সুপ্ত সদা রয়,
হাসির আড়ালে লুকিয়ে রাখি
সদা নিজেদের সত্য পরিচয়।
প্রথিতযশা কবির লেখায় নেই
মোদের কাহিনী কথা।
বিলাসী অট্টালিকার প্রাচীর ভেদিয়া
পৌঁছয় না আকুলতা।
যারা টিবির পর্দায় শ্রমিকের অভিনয়ে
অর্জন করে খ্যাতি।
তাদের মরণে রাজা প্রজা কাঁদে
রাত দিন সাত দিন মিডিয়া করে স্তুতি।
শ্রমিকের অভিনয়ে মিডিয়া নিশ্চুপ
কার কি আসে যায় ?
দুয়ারে দুয়ারে সহায়তা লাগি
শ্রমিক পত্নী কত অশ্রু ঝরায়।
লোনের দায়ে গলায় দড়ি দিয়ে
আত্ম হত্যা করে চাষী।
পেটের দায়ে সতী সাবিত্রী
হতে হয় বাবুর দাসী।
🌾🌾🌾🍄 শি ল্প জ গ ৎ 🍄🌾🌾🌾
লেখা পাঠানোর ই-মেল – shilpajagatbangla@gmail.com
আমাদের ফেসবুক পেজ
Discussion about this post