আবার আলো আসবে ফিরে,
কাটবে আঁন্ধার কালো।
দুঃখ সবার ঘুঁঁচবে সেদিন,
থাকব সবাই ভালো।
আবার আলো আসবে ফিরে,
কাটবে আঁন্ধার কালো।
দুঃখ সবার ঘুঁঁচবে সেদিন,
থাকব সবাই ভালো।
কেমন লাগল আপনার, মূল্যায়ন করুন? মুল্যায়ন করতে উপযুক্ত স্থানের তারাতে ক্লিক করুন।
*১ম তারা - মোটেই ভাল নয় **২য় তারা - কিছুটা ভাল *** ৩য় তারা - মোটামুটি ভাল **** ৪র্থ তারা - ভাল ***** ৫ম তারা - খুব ভাল
গড় মতামত / 5. মতামতের সংখ্যা :
এখনো পর্যন্ত কেউ মতামত দেয়নি, আপনি প্রথম মতামত দিন।
লেখাটি নিশ্চয় আপনার ভালো লেগেছে।
পরবর্তী লেখাগুলি পেতে, আমাদের ফেসবুক পেজ এ লাইক করুন।আর See First করে রাখুন, ধন্যবাদ।
দুঃখিত , এই লেখাটি আপনার ভালো লাগেনি।
আমি লেখাটিকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব
কিভাবে লেখাটিকে আরও সমৃদ্ধ করা যায়, তা জানান?
শিল্প জগৎ, এটি বাংলা সাহিত্য চর্চার একটি সুন্দর প্রতিষ্ঠান । শুধু সাহিত্য নিয়েই যে এখানে চর্চা হয় তা নয়, সাহিত্য ছাড়াও চিত্রশিল্প,অঙ্কন শিল্প এই সমস্ত কিছু নিয়েই এই শিল্প জগৎ।এই শিল্প জগৎ এর হাত ধরে সমস্ত কবি সাহিত্যিক চিত্র শিল্পী সকলে আজ এক সুতোয় বাঁধা । তাদের লেখনীতে সমৃদ্ধ হয়ে উঠছে আমাদের এই প্রতিষ্ঠান । আপনি যদি কবি, গল্পকার , লেখক বা চিত্র শিল্পী অথবা সাহিত্য জগৎকে ভালোবেসে সদ্য লেখালেখি শুরু করেছেন বা চিত্র অঙ্কন করেন তাহলে আপনার সৃষ্টি পাঠিয়ে দেন আমাদের এখানে ।
"all rights reserved" & copyright © 2020 Shilpajagat - a creation of Technojagat . *** শিল্পজগতে প্রকাশিত যে কোনো বিষয়ে লেখনীর "দৃষ্টিভঙ্গি ও মতামত লেখকের ব্যাক্তিগত"। এর জন্য শিল্পজগৎ কখনও দায়ী নয়। শিল্পজগৎ, শিল্পীর শিল্প প্রদর্শনের একটি মাধ্যম মাত্র।এটি কোন বানিজ্যিক সংস্থা নয়।
"all rights reserved" & copyright © 2020 Shilpajagat - a creation of Technojagat . *** শিল্পজগতে প্রকাশিত যে কোনো বিষয়ে লেখনীর "দৃষ্টিভঙ্গি ও মতামত লেখকের ব্যাক্তিগত"। এর জন্য শিল্পজগৎ কখনও দায়ী নয়। শিল্পজগৎ, শিল্পীর শিল্প প্রদর্শনের একটি মাধ্যম মাত্র।এটি কোন বানিজ্যিক সংস্থা নয়।
Discussion about this post